32 C
Kolkata
April 12, 2025
জেলা

একক উদ্যোগে শীতবস্ত্র দান কাঁকড়তলার জামালপুর নবসনে

বিশেষ সংবাদদাতা, কাঁকড়তলা: খুব একটা শীত এখনও পড়েনি। এদিন শনিবার থেকে তাপমাত্রা একটু নেমেছে। দু-একদিনের মধ্যে হয়তো জাঁকিয়ে শীত পড়বে। শীতের হাত থেকে বাঁচতে সমাজের মানুষ নানান পোশাক ব্যবহার করেন। কেউ সোয়েটার, জ্যাকেট, রাতে ব্ল্যাঙ্কেট, লেপ ব্যবহার করেন। আর গরীব মানুষেরা সকালে গায়ে দেয় একটা গামছা। রাতে শোওয়ার সময় তাঁদের থাকে কাঁথা অথবা চাদর। সমাজে আঙুলে গোনা কিছু সহৃদয় মানুষ আছেন, যাঁরা গরীবদের কথা ভাবেন।

সমাজের ব্যতিক্রমী মানুষ বীরভূম জেলার কাঁকড়তলা থানার জামালপুর নবসনের বাসিন্দা নিতাই সূত্রধর। সারাবছর নানান সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। এলাকায় যথেষ্ট সুনামও রয়েছে। এদিন শনিবার ভৈরবনাথের পুজোর প্রাক্কালে নিতাই বাবুর একক উদ্যোগে প্রায় ৬০ জন দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হল। শীতের হাত থেকে বাঁচতে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি দুঃস্থরা। দুঃস্থরা দুহাত তুলে আশীর্বাদ করলেন। খুব ভালো থাকুক আমাদের নিতাই, আরও বড় হোক। উল্লেখ থাকে, নবসন গ্রামের ভৈরবনাথের পুজো ৩৬ বছরে পদার্পণ করল।

উপস্থিত ছিলেন উদ্যোক্তা নিতাই সূত্রধর, সমাজসেবক দামোদর শীল, শচীনন্দন গড়াঁই, রবীন সুত্রধর সহ বহু বিশিষ্ট দুঃস্থ ও সাধারন মানুষেরা।

Related posts

Leave a Comment