সংবাদ কলকাতা, ৬ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে হিংসা ও সন্ত্রাস দমনে করা নজরদারি চালাতে চায় জাতীয় নির্বাচন কমিশন। সেজন্য উত্তেজনা প্রবন বুথে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে ওয়েব কাস্টিং করার পরিকল্পনা নিয়েছেন কমিশন। এই পদ্ধতির সবথেকে বেশি প্রয়োগ করা হবে পশ্চিমবঙ্গে। এব্যাপারে গতকাল শুক্রবার, কত্তিম বুদ্ধিমত্তার কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবারই কমিশন সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করা হবে। অনলাইনে নজরদারির জন্য ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা।
কিন্তু এই এআই প্রযুক্তি নিয়ে মাইক্রোসফটের একটি রিপোর্টে গোটা বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে। এই কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করে প্রযুক্তি সন্ত্রাস চালাতে চাইছে চীন ও উত্তর কোরিয়া। বর্তমানে ভারতে লোকসভা নির্বাচন চলছে। সেই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে আমেরিকা ও উত্তর কোরিয়া সহ বিশ্বের ৬৪ টি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাইছে এই দুই দেশের এআই প্রযুক্তির হ্যাকাররা।
মাইক্রোসফটের রিপোর্ট অনুযায়ী মানুষের মতামতকে প্রভাবিত করার জন্য চীনের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করে ভারত, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। যাতে এইসব দেশের জনগণের মতামত চীনের সুবিধাজনক অবস্থানের দিকে যায়। ইতিমধ্যে তার পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে বেজিংয়ের হ্যাকাররা। পরীক্ষামূলকভাবে এর প্রয়োগও শুরু করে দিয়েছে সেদেশের এআই প্রযুক্তিবিদরা। এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে এই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
next post
