32 C
Kolkata
April 9, 2025
দেশ বিদেশ

ঋষি সুনককে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন ব্রিটেনের রাজা, শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

Sunak appointed as British PM
লন্ডন, ২৫ অক্টোবর: ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার ঋষি সুনককে নিয়োগ করলেন রাজা তৃতীয় চার্লস। প্রথা অনুযায়ী আজ থেকে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হয়ে গেলেন। সেই সঙ্গে শুরু হয়ে গেল সরকার গঠনের প্রস্তুতি। তিনি এই মুহূর্তে দেশের সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। ব্রিটেনের ৫৭ তম ও ব্রেক্সিট পরবর্তী ৫ম প্রধানমন্ত্রী হলেন সুনক।

তাঁর সামনে এখন দেশের অনর্থনৈতিক, বৈদ্যুতিক, জাতীয় ঋণ শোধ, জীবনযাত্রার খরচের সমন্বয় সাধন ও আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি সম্পাদনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটানো। তবে সবচেয়ে বড় সমস্যা দলের সাংসদের বিচ্ছিন্ন অবস্থা থেকে ফিরিয়ে এনে ঐক্যবদ্ধ করা। কারণ, দুই বছর পরেই রয়েছে সাধারণ নির্বাচন।

ভারতের পক্ষ থেকে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি সুনককে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত নয়া প্রধানমন্ত্রীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। মোদী বলেন, ‘রোডম্যাপ ২০৩০ বাস্তবায়নে আমরা একযোগে কাজ করব।’

Related posts

Leave a Comment