সংবাদ কলকাতা: সোশ্যাল মিডিয়ায় মাসখানেক ধরেই ট্রোলড হচ্ছেন উর্বশী রাওতেলা ও ঋষভ পন্থ। বলিউড এবং ক্রিকেট মহলে কানাঘুষো শোনা গিয়েছিল, একে অপরের প্রেমে মজেছেন ঋষভ এবং উর্বশী। কিন্তু তাঁরা যে প্রেম করছেন, সে কথা প্রকাশ্যে স্বীকার করেননি এঁদের কেউই। ভালবাসা ছিল কি না, তা নিয়ে রয়েছে একাধিক মত।
এক সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছিলেন, ‘RP নামের এক ব্যক্তি শুধুমাত্র তাঁর সঙ্গে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা হোটেলের লবিতে অপেক্ষা করেছেন।’ এরপরেই একাধিক রিপোর্টে দাবি করা হয়, এই RP আসলে ক্রিকেট তারকা ঋষভ পন্থ।। তবে উর্বশী সবসময়ই Mr. RP শব্দটি ব্যবহার করে গিয়েছেন। পরে ঋষভ দাবি করেছিলেন, জনপ্রিয়তা পাওয়ার জন্য কেউ কেউ তাঁর নাম ব্যবহার করছে।
এতদিন সোশ্যাল মিডিয়ায় এক অপরকে বাক্যবাণে বিদ্ধ করার পর প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী। একটি নিউজ পোর্টালকে উর্বশী জানান, ঋষভ পন্থকেই যে আরপি (RP) বলা হচ্ছে, সে সম্পর্কে অবগত ছিলেন না তিনি। আরপি বলতে নিজের কো-স্টার রাম পথিনেনিকে বুঝিয়ে গেছেন বলেই তাঁর মত। অভিনেত্রীর দাবি, যাঁরা এসব গুজব মেনে নিয়েছেন তাঁদেরও সত্যতা যাচাই করা উচিত ছিল।
কিন্তু এতদিনে কেন মুখ খুললেন উর্বশী? অভিনেত্রী এর জবাবে বলেন, স্বভাবে তিনি খুবই চাপা। তাই এসব কথা খুব একটা কানে তোলেন না। কিন্ত দিন দিন ব্যাপারটা তাঁর কাছে অসহনীয় হয়ে ওঠাই মুখ খুলতে বাধ্য হন তিনি। সর্বশেষে তিনি জানান, একজন ক্রিকেটারের মতো একজন অভিনেতাও দেশের নাম আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন। তাই সবার উচিত দুই পেশাকেই তাঁদের যথাযোগ্য সম্মান জানানো।