সংবাদ কলকাতা: আর কিছুক্ষণ পরেই ১০০টিরও বেশি উল্কা পতন দেখা যাবে। খালি চোখেই তা প্রত্যক্ষ করতে পারবেন। যদি আকাশ পরিষ্কার থাকে। ভোরের আলো ফোটার আগে সমগ্র আকাশজুড়ে দেখা যাবে এই উল্কা পতন। আমরা যাকে সাধারণত তারা খসা বলে থাকি।
বিশেষ করে বেঙ্গালুরুর কাছে হেসারঘট্টা, ব্যানারঘাটা, দেবরায়নাদুর্গা এবং কোলারের মতো অঞ্চলে উল্কাবৃষ্টি স্পষ্টভাবে দেখা যাবে। কারণ এই সব অঞ্চলে আলোক দূষণ কম।
জেমিনিডের উল্কাবৃষ্টির সময়: রাত ২টো থেকে ৩টে মধ্যে উল্কা পতন হবে। এক ঘণ্টার মধ্যেই প্রায় ১০০-১৫০টি উল্কাপাত হবে।
কিন্তু, অনেকেই ভাবছেন জেমিনিড উল্কা বৃষ্টি আসলে কি ?
এটি প্রকৃতপক্ষে গ্রহাণু বা ‘পাথুরে ধূমকেতু’-এর ধুলিময় ধ্বংসাবশেষ। প্রতি বছর ডিসেম্বর মাসে পৃথিবী এই উল্কা বৃষ্টির সাক্ষী থাকে। এটি প্রায় ৫.৮কিলোমিটার জুড়ে বিস্তারিত।
previous post
