28 C
Kolkata
April 6, 2025
কলকাতা

উলুবেড়িয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত শিশুসহ একই পরিবারের তিনজন

সংবাদ কলকাতা: উলুবেড়িয়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড পারিজাত দক্ষিণ পাড়া পদ্মপুকুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত এক দম্পতির এক শিশু সহ তিনজন।

সূত্রে মারফত জানা যাচ্ছে, পেশায় জরির ওস্তাগার প্রতিদিনের মতো কাজ সেরে পরিবার নিয়ে বাড়িতেই ঘুমাচ্ছিলেন। রবিবার ভোররাতে বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে আশেপাশের মানুষজন। কিছু বোঝার আগেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। তারপর উলুবেড়িয়া থানা ও ফায়ার ব্রিগেডে খবর দেয় এলাকার মানুষ। দমকল ও পাড়াপ্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পুলিশ ও দমকল কর্মীরা বাড়ির ভেতর থেকে স্বামী-স্ত্রী ও এক পাঁচ বছরের শিশুর দেহ মৃত অবস্থায় উদ্ধার করে। তিনটি দেহই ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকার মানুষ মনে করছে, শর্ট সার্কিট থেকেই বাড়িতে থাকা জরির কাজকর্মের শাড়ি থেকেই এই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আর তাতেই এই মর্মান্তিক ঘটনা। তবে সঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।

Related posts

Leave a Comment