31 C
Kolkata
April 16, 2025
দেশ

উপরাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর আচরণ কল্যাণের, দেশজুড়ে সমালোচনা

সুভাষ পাল, সংবাদ কলকাতা: উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে চূড়ান্ত অবমাননা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার চেয়ারম্যানকে এই ধরণের অসম্মান করা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। দেশের রাজনৈতিক মহল সহ বিভিন্ন প্রান্তের মানুষ প্রশ্ন তুলেছেন, একজন সাংসদ, যিনি নিজে একজন আইনজীবী; তিনি কীভাবে এরকম অসংসদীয় ও সংবিধান বিরোধী আচরণ করতে পারেন?

ভিডিওতে দেখা যাচ্ছে, আইনজীবী তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ও তৃণমূল সহ অন্যান্য বিরোধী সাংসদদের নিয়ে সংসদ ভবনের সামনে জগদীপ ধনকরের হাঁটা, চলা ও কথাবার্তা নকল করে বিভিন্নরকম অঙ্গভঙ্গি করছেন। আর সেই দৃশ্য দেখে কং ও তৃণমূলের সাংসদরা হাসি, মস্করা করছেন ও হাতে তালি দিচ্ছেন। হাসতে হাসতে সেই দৃশ্য চাক্ষুষ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, আরজেডি’র মনোজ কুমার ঝাঁ-সহ বহু সাংসদ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দলের সাংসদরা। মোবাইলে ক্যামেরাবন্দি করছেন রাহুল গান্ধী।

এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তুলোধোনা করেছেন বিজেপি-র নেতা কর্মীরা। এক্স হ্যান্ডেলে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, “এটি রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরণের অবমাননা। জনপ্রতিনিধিদের দ্বারা এই ধরণের উপহাস বাংলার প্রাচীন ধ্রুপদী রাজনৈতিক সংস্কৃতিকে ছোট করে।”

Related posts

Leave a Comment