April 26, 2025
কলকাতা

উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভায় সিবিআই তল্লাশি

সংকল্প দে, সংবাদ কলকাতা: কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। এদিন টাকির চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানে আসেন সিবিআইয়ের ৭ সদস্যের প্রতিনিধিদল। ছিলেন ৫ জন সিবিআই আধিকারিক। বাকি ২ জন ব্যাংক পর্যবেক্ষক।

এর আগে গত ৭ জুন সিবিআই তল্লাশি চালিয়েছিল টাকি পুরসভায়। পুর কর্তৃপক্ষের কাছে নথি তলব করা হয়। পরে ইডির তরফেও একই বিষয়ে নথি চেয়ে পাঠানো হয়। সেই সংক্রান্ত নথিও দুই তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। এরই মধ্যে আবার এদিন সিবিআই আসে টাকিপুরসভার চেয়ারম্যানের বাড়িতে।

জানা গিয়েছে, বেশি নথি উদ্ধার করা হয়েছে চেয়ারম্যানের বাড়ি থেকে। টাকির পাশাপাশি এদিন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও সিবিআই তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment