সংবাদ কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগেই বড়সড় ভাঙনের মুখে বঙ্গ বিজেপি। শুরুটা শুভেন্দুর গড় হলেও বর্তমানে তা উত্তর ২৪ পরগণা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিয়ে উত্তর ২৪ পরগণার চার জন বিজেপি নেতা তাঁদের পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন রাজ্য সভাপতির কাছে।
বছর ঘুরতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ঠিক সেই মুহূর্তে বঙ্গ বিজেপি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই সময় বিজেপিতে এই ভাঙ্গন নতুন করে ভাবাচ্ছে বিজেপি নেতৃত্বকে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেছেন ঠাকুর নগরে। তৃণমূলের বিরুদ্ধে হাতে গরম প্রমাণ থাকলেও কেন বিজেপিতে এরূপ ভাঙ্গন অব্যাহত? তার কারণ হিসেবে বিশেষজ্ঞ মহলের ধারণা, আদি ও নব্য বিজেপির দ্বন্দ্বই এর মূল কারণ।
previous post