নিজস্ব সংবাদদাতা, বারাসত: উত্তর ২৪ পরগণা জেলায় ১৭১৪ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। এই ১৭১৪ জন মহিলা নিযুক্ত নিয়োগ করতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এদের মধ্যে ৮৪৭ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও ৮৬৭ জন অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। গতকাল শুক্রবার জেলাশাসকের দপ্তরে এই নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, অঙ্গনওয়াড়ি দপ্তরের আধিকারিক অর্ণব রায় সহ অন্যান্য পদাধিকারীরা। জেলা প্রশাসন সূত্রের খবর, খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
previous post
next post