23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

উত্তর দিনাজপুরে জেলেদের জালে মাছের পরিবর্তে উঠল ব্যালট বাক্স

উত্তর দিনাজপুর, ৩০ জুলাই: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে প্রায় ২২ দিন আগে। রাজ্যের কোথাও কোথাও এখনও ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এরই মধ্যে ঘটে গেলো আরও এক অবিশ্বাস্য ঘটনা। জেলেরা মাছ ধরতে গিয়েছিল জলাশয়ে। কিন্তু সেখানে জালে মাছের পরিবর্তে উঠে এলো ব্যালট বাক্স। এই ছবি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের বাজারগাঁও-১ গ্রাম পঞ্চায়েতের বেলুয়া গ্রামে। খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ব্যালট বাক্সটি উদ্ধার করে থানায় নিয়েযায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। কিন্তু, রাজ্যের শাসক দল যেখানে বলছে রাজ্যে ভোট হয়েছে উৎসবের মেজাজে এবং মানুষ স্বতঃফূর্ত ভাবে ভোট দিয়েছে। সেখানে এহেন ঘটনা কি রাজ্য প্রশাসনের গাফিলতির সাক্ষ্য বহন করে না? এখনও কি বিশিষ্ট জনেরা রাজ্যের প্রশাসন ব্যবস্থাকে গণতন্ত্রের পরাকাষ্ঠা বলে মনে করেন?

Related posts

Leave a Comment