পিয়ং ইয়ং: স্বৈরাচার ও ঔদ্ধত্যের এমন নিদর্শন বোধহয় খুব কমই দেখা যায়। মানুষ কখনও কখনও ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেলে এমনটাই করে থাকে। যেমনটা দেখা গিয়েছে উত্তর কোরিয়ার উত্তর কোরিয়ার শাসক কিম জং উন-এর মধ্যে। তিনি ঘোষণা করেছেন তাঁর মেয়ের নামে দেশের অন্য কোনও মেয়ের নাম রাখা যাবে না। এমনকি তাঁর মেয়ের জন্মের আগে যাঁদের এই নাম রয়েছে, সেইসব মেয়ে বা মহিলার নামও পরিবর্তন করতে হবে। তাঁদের জন্মের শংসাপত্রে সেই নাম পরিবর্তন করতে হবে। দেশবাসীর উদ্দেশ্যে এমনই নির্দেশ জারি করলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন।
সম্প্রতি এক মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কিমের মেয়ের নাম কিম জু-আয়ে। যার বয়স দশ বছর হতে চলেছে। এই সংবাদ মাধ্যমের দাবি, প্রতিরক্ষা মন্ত্রক সেদেশের জু-আয়ে নামের সমস্ত নারীদের ডেকে পাঠিয়েছে। এবং আগামী এক সপ্তাহের মধ্যে তাঁদের নাম বদলের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, উত্তর কোরিয়ার শাসক ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের কোনও বাসিন্দার নাম না রাখার প্রচলন রয়েছে। আর সেই আইনকে হাতিয়ার করলেন কিম।
previous post
next post