সংবাদ কলকাতা:উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি।দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪জন।এদের মধ্যে ২ জন মহিলা।
শুক্রবার রাতে উত্তরাখণ্ডের ঋষিকেশের লক্ষ্মণঝুলা এলাকার দোবতা তিরাহে খাদে একটি গাড়ি পড়ে যায়।ওই গাড়ির প্রত্যেকেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তাঁরা দোরিয়াল ও কাফলিগার গ্রামের বাসিন্দা। বেরিনাগ থেকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।
পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতে ইকো স্পোর্টস একটি গাড়ি দোবতা তিরাহে একটি গভীর খাদে পড়ে যায়। গাড়িতে ৪ জন আরোহী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। তাঁরা আহতদের উদ্ধার করে ঋষিকেশের এইমস হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত বলে ঘোষনা করা হয়। আহত হয়েছিলেন ঋদ্ধি, রাজেশ লাম্বা, সুনীল ও সানিয়া।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।