সামনেই লোকসভা ভোট হওয়ায় ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ,মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় প্রশাসনিক সভার পর উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন তিনি। আগামী বুধবার, শিলিগুড়ির কাওয়াখালী সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য,এছাড়াও কিছু রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিয়রে লোকসভা ভোট, সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।