25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাজু বিস্তার সারপ্রাইজ ভিজিট

শিলিগুড়ি, ২৭ মে: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন দার্জিলিংয়ের সাংসদ ও বিজেপি নেতা শ্রী রাজু বিস্তা। পরিষেবা কেমন রয়েছে, কী অবস্থায় রয়েছেন রোগীরা, তার খোঁজ খবর নিতেই এই পরিদর্শন। সমস্ত পরিষেবা ঘুরে দেখার পর সাংসদ কথা বলেন রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গেও। সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক শ্রী আনন্দময় বর্মন। ছিলেন জেলা বিজেপির অন্যান্য নেতা কর্মীরা।

আজ তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যান, রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি NBMC হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা সারেন সাংসদ। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি কী রয়েছে, সকলে সঠিক পরিষেবা পাচ্ছেন কি না, তাও খতিয়ে দেখেন সাংসদ। মাঝে মাঝেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানান অভিযোগ ওঠে। আর সেই কারণেই আজ সারপ্রাইজ ভিজিট করলেন দার্জিলিংয়ের সাংসদ।

Related posts

Leave a Comment