21 C
Kolkata
December 25, 2024
দেশ

উত্তরপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৪

মীরাট, ১৭ অক্টোবর: উত্তরপ্রদেশে একটি সাবানের কারখানায় জোড়া বিস্ফোরণ। আজ, মঙ্গলবার সাত সকালে বিস্ফোরণটি ঘটেছে মিরাটের লোহিয়া নগরে। ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও প্রায় পাঁচ জন।

জানা গিয়েছে, ঘটনাস্থলের কাছেই রয়েছে একটি স্কুল। বিস্ফোরণে কারখানাটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়েন কারখানার বেশ কিছু কর্মী সহ অনেকে। তাদের উদ্ধার করতে ধ্বংসাবশেষ সরানোর সময় ফের বিস্ফোরণ হয়। যার ফলে বিস্ফোরণের পর স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।

তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সাবান কারখানার আড়ালে সেখানে বোমা তৈরি করা হতো কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ওই কারখানায় কোনও অনৈতিক কাজ হয়ে থাকলে দোষীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Related posts

Leave a Comment