November 1, 2025
দেশ

উত্তরপ্রদেশে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, জখম ২০

ফিরোজাবাদ: উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন। আজ, বুধবার ভোর ৪.৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। জানা গিয়েছে, একটি বেসরকারি বাস পাঞ্জাবের লুধিয়ানা থেকে উত্তরপ্রদেশের রায়বেরেলির দিকে যাচ্ছিল। বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিল। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি মালবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে পুলিশ। তাঁরা এখন নিকটবর্তী সাইফাই মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চলন্ত অবস্থায় বাসটিতে ঘুমিয়ে পড়েন চালক। যার ফলে দুর্ঘটনাটি ঘটে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে থেকে সরানো হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

Leave a Comment