18 C
Kolkata
December 24, 2024
দেশ

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় নিহত ৫ শ্রমিক, আহত ৭

সংবাদ কলকাতা, ২২ নভেম্বর: ফের উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন পাঁচজন শ্রমিক। গাড়ির চালকসহ গুরুতর আহত ৭জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

জানা গিয়েছে, শাহজাহানপুর থেকে কাজের উদ্দেশে একটি গাড়িতে করে যাচ্ছিলেন একদল শ্রমিক। লখিমপুর খেরির পালিয়া থানার কাছে আচমকাই উল্টে যায় গাড়িটি।

পুলিস সূত্রে খবর, গাড়িটি দ্রুত গতিতে আসছিল। সেসময় রেললাইনের ক্রসিংয়ের কাছে ধাক্কা লেগে আচমকা গাড়িটি উল্টে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেখানকার পাশে থাকা খাদে গিয়ে পড়ে। চালক ও ১১ জন শ্রমিক ছিলেন গাড়িতে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের চিকিৎসা শুরু হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, দ্রুত গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ৮ জনের। আহত হয়েছিলেন আরও ৩ জন। ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। ২৮ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থনগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মেরেছিল জিপটি।

Related posts

Leave a Comment