27 C
Kolkata
August 1, 2025
রাজ্য

আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা

প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কালিপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ১৩ ফেব্রুয়ারি আরামবাগে আসছেন তিনি। এই জনসভাকে ঘিরে তৃনমূল নেতা নেত্রীদের মধ্যে বিশেষ তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আরামবাগের এসডিও সুভাষিণী , সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায় , রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামানশিস সেন,ও জেলাশাসক মুক্তা আর্য সহ জনসভার জায়গা ঘুরে দেখছেন তৃনমূলের একাধিক নেতা ও নেত্রীরা। মঞ্চ তৈরি এবং হ্যালিকপ্টার থেকে নামার জায়গাটিও তারা বিশেষভাবে খতিয়ে দেখছেন। মূল মাঠের দক্ষিণ পশ্চিম অংশে মঞ্চ তৈরি হবে। আর তিনি সেখান থেকেই তার বক্তব্য রাখবেন। হেলিপ্যাড হবে মূল মাঠের পাশের জমিতে। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিপুর মাঠে প্রবেশ করবেন। এই এলাকা জুড়ে থাকছে ত্রিস্তর ব্যারিকেড।

Related posts

Leave a Comment