28 C
Kolkata
April 4, 2025
রাজ্য

উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা ২০২২ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না

সংবাদ কলকাতা: ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হয়ে গেল। এই নির্দেশ খারিজ করলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ অনুযায়ী ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা। প্রসঙ্গত গত ২০২২ সালের ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে অনুমতি দেন। বেশ কিছু প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থী সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বুধবার সেই মামলার রায় ঘোষণা করল ডিভিশন বেঞ্চ।

আদালত আজ জানিয়েছে, উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য নন। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এই দুটি স্তরে শিক্ষাগত পরিকাঠামোয় যথেষ্ট ফারাক রয়েছে। সেজন্য এই নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। প্রসঙ্গত বলা প্রয়োজন, দিন কয়েক আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, বিএড প্রশিক্ষিতরা প্রাথমিক স্তরে শিক্ষাদানের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই প্রাথমিক স্তরে শিক্ষাদানে যোগ্য বলে গণ্য হবেন। সেই রায়ের সঙ্গে সমন্বয় রেখেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রায় দিয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Related posts

Leave a Comment