নতুন দিল্লি: তিন নয় এবার থেকে সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের কোর্স চার বছরের। এমনটাই ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। আগামী বছর থেকে চালু হতে চলেছে এই প্রক্রিয়া। তবে, চার বছরের স্নাতক স্তরের কোর্স চালু করা হলেও, তিন বছরের কোর্সগুলি বন্ধ করা হচ্ছে না এখনই।
২০২০ সালে ঘোষিত হওয়া নয়া শিক্ষানীতির উপর ভিত্তি করে চালু করা হচ্ছে চার বছরের স্নাতক স্তরের এই কোর্স। এর ফলে ছাত্রছাত্রীরা মাঝপথে কোর্স ছেড়ে বেরিয়ে গেলেও একটি সার্টিফিকেট পাবেন। পরবর্তী সময়ে ওই পড়ুয়া যেখান থেকে মাঝপথে কোর্স ছেড়ে গিয়েছিলেন, ফের সেখান থেকে পরবর্তী কোর্স শুরু করতে পারবেন।
ইতিমধ্যেই, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে এই বিষয়ে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই কোর্স চালু করার কথা জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়।
previous post