31 C
Kolkata
April 16, 2025
দেশ

উচ্চমাধ্যমিকের এক পরীক্ষার্থী উত্তরপত্রের বদলে জমা দিল প্রশ্নপত্র

গতকাল মঙ্গলবার, শিলিগুড়ির একটি স্কুলের উচ্চমাধ্যমিকের এক পরীক্ষার্থী উত্তরপত্র না জমা দিয়ে প্রশ্ন পত্র জমা দিয়ে দেয়। আর উত্তর পত্র নিয়ে সোজা বাড়ি। কি অবাক কান্ড! এই ঘটনাকে কেন্দ্র করে সারা স্কুলে হুলুস্থূল কান্ড। এই ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র পরীক্ষার্থীকে নয় প্রশ্ন উঠে আসছে পরীক্ষাকেন্দ্রের কর্তব্যরত শিক্ষকের ভূমিকা নিয়েও। তারপরই খবর চলে যায় উচ্চমাধ্যমিক সংসদে। শেষ পর্যন্ত উচ্চমাধ্যমিক সংসদের আধিকারিক, পুলিশ ও স্কুলের শিক্ষকরা ওই পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে উত্তরপত্র উদ্ধার করে আনে। এবং ওই পরীক্ষাটি যাতে আর না দিতে পারে তার জন্য পরীক্ষার্থীটিকে ‘আরএ’ করা হয়েছে। যদিও সে পরের পরীক্ষা দিয়েছে।

Related posts

Leave a Comment