দক্ষিণ দিনাজপুর, ২১ এপ্রিল: আগামী কাল শনিবার পবিত্র ঈদ উৎসব। জোর কদমে রাজ্যজুড়ে চলছে ঈদের কেনাকাটা। সেই সঙ্গে বাজারে দেদার বিক্রি হচ্ছে সিমাই। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের চৌরঙ্গী এলাকার মানুষ আজ নানা রকমের সিমাই কেনাকাটায় ব্যস্ত।
করোনার পর দুই বছর বাদে আনন্দের সঙ্গে ঈদ উৎসব পালন করতে চলেছেন তাঁরা। এই বছর বাজারে সিমাই-এর চাহিদা যথেষ্ট বেশি বলে জানান চৌরঙ্গী বাজারের সিমাই বিক্রেতা সাইম রেজা।