সংবাদ কলকাতা, ২০ এপ্রিল: আগামী ২২ এপ্রিল শনিবার খুশির ঈদ! অন্যান্য বছরের মতো শহরের ৬৭৮টি জায়গায় নামাজের অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেজন্য কলকাতা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল রাজ্য প্রশাসন। সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানে অশান্তির জেরে রাজ্যজুড়ে বিভিন্ন অশান্তির কারণে আগাম এই পদক্ষেপ নেওয়া হল। যাতে শহরে কোনওরকম আইনশৃঙ্খলার অবনতি না ঘটে। লালবাজারের পক্ষ থেকে এদিন শহরে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে ৩৪৬টি পুলিশ পিকেটের ব্যবস্থা করা হয়েছে। ৫৮টি মোবাইল প্যাট্রোলিং টিম ও ৩৬ বাইক প্যাট্রোলিং টিম সর্বদা শহরে নজরদারি চালাবে।
এছাড়াও ১৮টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস) মোতায়েন রাখা হবে। এছাড়া থাকবে পিসিআর ভ্যান ও কিউআরটি। নজরদারি চালানো হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও। সোশ্যালে কোনওরকম উস্কানিমূলক পোস্ট হলে দ্রুত কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। এজন্য সাইবার সেল-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) পান্ডে সন্তোষ। শহরে যাতে কোনও রকম বিশৃঙ্খলা না ঘটে বা আইনশৃশঙ্খলার অবনতি না হয় সেজন্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা গোটা নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করবেন বলে জানা গিয়েছে।
এদিকে ঈদের তিন দিন আগে গতকাল বুধবার একবালপুরে ষোলোআনা গেট খুলে দেওয়া হয়েছে। এদিন মসজিদ সংলগ্ন এলাকায় নবরূপে সজ্জিত এই ষোলআনা গেটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এই গেট সুন্দরভাবে সাজানো হয়েছে। যাতে উচ্চতার কারণে দূর থেকে এই গেটের সৌন্দর্য মানুষের নজর কাড়ে। মুখ্যমন্ত্রী গেটের কারুকার্য দেখে বেজায় খুশি হয়েছেন এবং প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ষোলোআনা গেটটি এত ভাল করে সাজানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারুকার্য দেখে মনে হচ্ছে এর একটা ঐতিহাসিক মূল্য রয়েছে।
previous post
