November 3, 2025
খেলা

ইস্টবেঙ্গল সদস্যদের জন্য সুখবর, বিনামূল্যে টিকিট!

সংবাদ কলকাতা, ১৬ নভেম্বর: ইস্ট বেঙ্গল সদস্যদের জন্য সুখবর! শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ম্যাচে খেলবে ইস্টবেঙ্গল। ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ ওড়িশা এফ সি। এই ম্যাচ উপলক্ষে সদস্যদের বিনামূল্যে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। আগামী বুধ ও বৃহস্পতিবার এই টিকিট ছাড়া হবে। এই দুই দিন দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টিকিট বিতরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ক্লাবের তাঁবু থেকে টিকিট সংগ্রহ করতে হবে সদস্যদের। তবে বিনামূল্যে দেওয়া এই টিকিট সংখ্যা খুবই সীমিত। সেজন্য যতক্ষণ টিকিট থাকবে সদস্যরা ততক্ষণ বিনামূল্যে এই টিকিট পাবেন। টিকিট পেতে গেলে সঙ্গে আনতে হবে ২০২২-২০২৩ বর্ষের বৈধ সদস্য কার্ড।

Related posts

Leave a Comment