23 C
Kolkata
December 23, 2024
দেশ

ইসরাইল ও হামাসের যুদ্ধে হিংসার আঁচ বীরভূমে

সংকল্প দে, ৩১ অক্টোবর: রাণীগঞ্জের মারগ্রাম জাতীয় সড়কে দুবরাজপুর ১১ ও ৭ নম্বর ওর্য়াড এলাকায় পড়ে থাকতে দেখা গেল বেশ কয়েকটি ছবি। ছবিতে দেখা গেল ইসরায়েলের জাতীয় পতাকাতে লেখা “HATE ISRAEL” একই সাথে পায়ের জুতোর ছাপ। কে বা কারা রেখেছে এই ছবি, উঠছে প্রশ্ন। কারণ ভারত এই যুদ্ধে নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে। ফিলিস্তিনের জন্য ঔষধ সরবরাহের পাশাপাশি হামাসের হামলায় ইসরায়েলের যে বাসিন্দা মৃত্যু হয়েছে তাদের জন্য গভীর শোকপ্রকাশ করছে ভারত। তবে বীরভূমে রাস্তার উপর ইসরায়েল দেশের পতাকার উপর এই ধরনের ধিক্কার জনক পোস্টার কিন্তু বহু প্রশ্ন তুলছে। স্থানীয় গ্রামবাসীরা জানেন না কে বা কারা এই ধরনের ছবি রাস্তায় রেখেছে। অপরদিকে দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পিজুস পাণ্ডে বলেছেন, সাধারণ মানুষ সকালে এই ধরণের পোষ্টারগুলি দেখতে পায়। গোটা ঘটনা পুলিশ কে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে, পোস্টার গুলো সরিয়ে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment