27 C
Kolkata
November 1, 2025
দেশ বিদেশ

ইমরান খানকে গ্রেপ্তার করল পাক রেন্জার্স

ইসলামাবাদ, ৯ মে: পাকিস্তানে ফের রাজনৈতিক সঙ্কট। আজ মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তার করল পাক রেন্জার্স। জমি দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় উত্তাল পাকিস্তান। পিটিআই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়েছে গোটা দেশ। তাঁর দলের সমর্থক ও কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। তাঁকে ভুয়ো মামলায় চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দলের সমর্থকদের অভিযোগ। জানা গিয়েছে, ইমরান খান আজ ইসলামাবাদ আদালতে জামিন চাইতে এসেছিলেন। কিন্তু, বায়োমেট্রিক ভেরিফিকেশনের সময় তাঁকে গ্রেপ্তার করে পাক রেন্জার্স। এ বিষয়ে ইমরান খান টুইট করে বলেছেন, ‘আগামী নির্বাচনে আমি যাতে না লড়তে পারি, তার জন্যই গ্রেপ্তার করা হল আমাকে।’

Related posts

Leave a Comment