23 C
Kolkata
April 18, 2025
রাজ্য

ইনস্টাগ্রামে অত্যাধিক সময় ব্যয় করেন স্ত্রী, অবশেষে প্রাণঘাতী স্বামী

ইনস্টাগ্রামে অত্যধিক রিল বানানোর কারণে অতীষ্ঠ হয়ে আত্মঘাতী হল স্বামী। ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের হুনুরুইনে। মৃতের নাম কুমার। তার বয়স ৩৪। তিনি কুলির কাজ করতেন।বাড়ি ফিরে প্রায়শই স্ত্রীর সঙ্গে এই নিয়ে ঝামেলা হত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। প্রাথমিক তদন্তে পুলিস মনে করছে, স্ত্রীর সামাজিক মাধ্যমে এত সময় ব্যয় করা পছন্দ ছিল না তাঁর। নিত্যদিনের অশান্তিতে অবসাদে চলে যান তিনি। সেই কারণেই বাড়ি সংলগ্ন একটি গাছে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। যদিও কোনও সুইসাইড নোট এখনও মেলেনি বলে খবর।

Related posts

Leave a Comment