21 C
Kolkata
December 25, 2024
বিদেশ

ইদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা

ঢাকা, ১৪ এপ্রিল— ফের লঞ্চ দুর্ঘটনা৷ অকুতস্থল সেই ঢাকা সদরঘাট৷ লঞ্চে উঠতে গিয়ে জলে পডে় মারা গিয়েছেন ৫ জন৷ এর মধ্যে একটি শিশু-সহ ৩ জন একই পরিবারের৷ বৃহস্পতিবার ইদের দিনে এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে লঞ্চের রেশারেশিকেই দায়ী করছে নৌ-পুলিশ৷ তাদের তরফে জানান হয়েছে লঞ্চটির রশি ছিঁডে় যাওয়াতেই এই বিপত্তি৷ সদরঘাটে ১১ নম্বর পন্টুনে পাশাপাশি দাঁডি়য়ে ছিল দু’টি লঞ্চ এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১৷ এমভি ফারহান নামে আর একটি লঞ্চ মাঝে ঢুকে পড়ায় তশরিফ-৪ নামে লঞ্চটির রশি ছিঁডে় যায়৷ সেটিতে তখন যাত্রীদের ওঠানামা চলছিল৷ পাশ থেকে লঞ্চের ধাক্কা এবং রশি ছিঁডে় যাওয়ায় লঞ্চটি ঘাট থেকে অনেকটা পিছিয়ে যায়৷ সেই সময়েই বেশ কয়েক জন বুডি়গঙ্গার জলে পডে় যান৷ পরে তাঁদের মধ্যে ৫ জন মৃত বলে জানায় হাসপাতাল৷ মৃতদের মধ্যে এক স্বামী-স্ত্রী, মহম্মদ বেলাল (৩০), মুক্তা (২৪) এবং তাঁদের চার বছরের কন্যা রয়েছেন৷ মৃত অন্য দু’জন রিপন হাওলাদার (৩৮) ও রবিউল আলম (১৯)৷
এদিকে, লঞ্চ দুর্ঘটনায় পাঁচজনের মৃতু্যর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ পাশাপাশি দুই লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর গণসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ৷

Related posts

Leave a Comment