34 C
Kolkata
April 13, 2025
Featured

ইতিহাসে ৩০ নভেম্বর

ঘটনাবলী
১৭৭৬ – ক্যাপ্টেন কুক প্রশান্ত মহাসাগরে তৃতীয় ও শেষ অভিযান শুরু করেন।
১৭৮২ – ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে।
১৮৩৮ – মেক্সিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৬৩ – উমাচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রাকাশিত হয়।
১৮৬৬ – শিকাগোতে প্রথম পানির নিচে হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়।
১৯১৭ – কলকাতায় জগদীশচন্দ্র বসুর ৬০তম জন্মদিবসে বসু বিজ্ঞান মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়।
১৯৬২ – উথান্ট জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন।
১৯৬৬ – বারবাডোজ স্বাধীনতা লাভ করে।
১৯৭৩ – শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে দালাল আইনে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন সকল রাজবন্দীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
১৯৭৭ – আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল–IFAD প্রতিষ্ঠিত হয়।
১৯৭৭ – হ্যাঁ–না ভোটে জিয়াউর রহমানের গণ আস্থা লাভ।

জন্ম
১৮৫৮ – স্যার জগদীশ চন্দ্র বসু,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থ ও জীব বিজ্ঞানী।(মৃ.২৩/১১/১৯৩৭)
১৯০৩ – রাধারাণী দেবী, বিশ শতকের বাঙালি মহিলা কবি। ( মৃ.০৯/০৯/১৯৮৯)
১৯০৮ – বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি, সাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক।(মৃ.১৮/০৩/১৯৭৪)
১৯২৮ – অমর গঙ্গোপাধ্যায়, বাংলা নাট্যমঞ্চের বিখ্যাত অভিনেতা।(মৃ.০৫/০৪/২০০০)
১৯৫৩ – নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী।
১৯৯১ – মোহাম্মাদ নাসির হোসেন, বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু
১৭৫৯ – মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর নিজ মন্ত্রীর হাতে নিহত হন।
১৯০০ – অস্কার ওয়াইল্ড, আইরিশ প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার ও কবি।
১৯০৯ – রমেশচন্দ্র দত্ত,ভারতীয় বাঙালি ঔপন্যাসিক,ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। (জ.১৩/০৮/১৮৪৮)
১৯৩৩ – কবি মোজাম্মেল হক।
নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ মুরলীধর বন্দ্যোপাধ্যায় ।(জ.১৮৬৫)
১৯৮৪ – অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দুবালা দেবী।(জ.১১/১৮৯৯)
প্রখ্যাত সংগতিয়া (তবলা বাদক) রাধাকান্ত নন্দী। (জ.১৯২৮)
১৯৯৮ – আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী।
২০০৯ – আবদুল জব্বার (সাহিত্যিক) বাঙালি সাহিত্যিক ।(জ.১৯৩৪)
২০১২ – ইন্দ্র কুমার গুজরাল, ভারতীয় রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।
২০১৪ – কাইয়ুম চৌধুরী, বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী।
২০১৭ – আনিসুল হক, বাংলাদেশী ব্যবসায়ী, রাজনীতিবিদ, টেলিভিশন উপস্থাপক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র।
২০২১ – রফিকুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় (বাংলাদেশ) অধ্যাপক।(জ.০১/০১/১৯৩৪)

ছুটি ও অন্যান্য
বনিফেসিও দিবস
কমেমোরেশন দিবস
বার্বাডোস এর স্বাধীনতা দিবস।
দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা দিবস।
বেনিনের জাতীয় দিবস।

Related posts

Leave a Comment