31 C
Kolkata
April 13, 2025
Featured

ইতিহাসে ২৮ ডিসেম্বর

ঘটনাবলী
১৮৮৫ – ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯০৮ – ইতালির সিসিলিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হন।
১৯১০ – ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
১৯২১ – কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।
১৯৫৬ – বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) গঠিত হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
১৯৭৪ – বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।
১৯৭৯ – ঢাকার কুর্মিটোলায় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের (বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।
১৯৮৪ – ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভেঙে দেন।
২০২০ – মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জন্ম
১৮৫৬ – উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
১৯১১ – ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯৪)
১৯২২ – রমাপদ চৌধুরী, সাহিত্য একাডেমী পুরষ্কার প্রাপক ভারতীয় বাংলা ভাষার উপন্যাসিক এবং ছোট গল্পের লেখক।
১৯৩২ – ধীরুভাই আম্বানি (ধীরজলাল হিরাচাঁদ আম্বানি), ভারতীয় উদ্দ্যোগপতি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা।
১৯৩৭ – রতন নেভাল টাটা, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ প্রাপক একজন ভারতীয় শিল্পপতি , সমাজসেবক , এবং টাটা সন্সের সাবেক চেয়ারম্যান।
১৯৪০ – এ কে এন্টনী (আরাক্কাপারমপিল কুরিয়ান অ্যান্টনি), ভারতীয় রাজনীতিবিদ ও কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী।
১৯৪০ – পণ্ডিত সুন্দরলাল শর্মা, ছত্তিশগড়ের জনসচেতনতা এবং সামাজিক বিপ্লবের প্রবর্তক। তিনি কবি, সমাজসেবক, ইতিহাসবিদ, স্বাধীনতা সংগ্ৰামী ছিলেন। *তাঁকে ‘ছত্তিসগড়ের গান্ধী’ বলা হয়।
১৯৫২ – অরুণ জেটলি, ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী।
১৯৫৪ – সিদ্ধার্থ বসু, ভারতীয় টেলিভিশন প্রযোজক-পরিচালক এবং কুইজ শো হোস্ট, যাকে ব্যাপকভাবে ” ভারতীয় টেলিভিশন কুইজিংয়ের জনক ” হিসাবে বিবেচনা করা হয়।

মৃত্যু
১৮৫৯ – লর্ড ম্যাকলে, ব্রিটিশ ইতিহাসবেত্তা।
১৯২৭ – হাকিম আজমল খান, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।
১৯৩৬ – রাজিয়া খান, বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক।
১৯৮৩ – ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার। (জ.১৯১৯)
১৯৯৩ – আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।
১৯৯৮ – ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার। (জ. ১৯৩৪)
২০১১ – রাজিয়া খান, বাংলাদেশী সাহিত্যিক।
২০১৩ – ফারুক শেখ, ভারতীয় অভিনেতা, সমাজসেবী এবং টেলিভিশন উপস্থাপক।

Related posts

Leave a Comment