18 C
Kolkata
December 24, 2024
Featured

ইতিহাসে ২৭ নভেম্বর

ঘটনাবলী
১০০১ – পেশাওয়ারের যুদ্ধ সংঘটিত।
১৫৮২ – উইলিয়াম শেকসপিয়ার বিয়ে করেন।
১৮৯৫ – বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।
১৯০১ – ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।
১৯১২ – আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।
১৯১৪ – ব্রিটেনে প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয়।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে বিখ্যাত ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।
১৯৯২ – এই দিন থেকে ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন।

জন্ম
১৮৭৮ – যতীন্দ্রমোহন বাগচী, বাংলা ভাষার কবি। (মৃ.০১/০২/১৯৪৮)
১৮৮৮ – কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর,বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক। (মৃ.০৩/০৬/১৯৬১)
১৮৯২ – আজিজুল হক, বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।
১৮৮৮ – গণেশ বাসুদেব মাভলঙ্কার, বিশিষ্ট রাজনীতিবিদ এবং ভারতের লোকসভার প্রথম স্পিকার।
১৮৮৮ – কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক।
১৯০৭ – হরিবংশ রাই বচ্চন, প্রখ্যাত ভারতীয় হিন্দি ভাষার কবি ও লেখক।(মৃ.১৮/০১/২০০৩)
১৯১৩ – চিত্রনিভা চৌধুরী, বিশিষ্ট চিত্রশিল্পী। (মৃ.০৯/১১/১৯৯৯)
১৯২৫ – মুনীর চৌধুরী, বাংলাদেশী ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী।
১৯২৫ – আবদুস সালাম (ভাষা শহীদ),
১৯৪৭ – কার্তিকেয় বিক্রম সারাভাই, পদ্মশ্রী সম্মানে ভূষিত, ভারত তথা বিশ্বের অন্যতম পরিবেশগত শিক্ষাবিদ।
১৯৫০ – অনিল ধাওয়ান, বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা।
১৯৫১ – বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ভারতীয় রাজনীতিবিদ ও কলকাতা কর্পোরেশন এর প্রাক্তন মেয়র।
১৯৫২ – সালের ভাষা আন্দোলনের একজন শহীদ
১৯৪০ – ব্রুস লী, চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা।
১৯৫২ – বাপ্পী লাহিড়ী ভারতীয় উপমহাদেশের সঙ্গীত পরিচালক।
১৯৫৪ – শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স ফর তামিল ইলাম এর প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ জন্মগ্রহন করেন।
১৯৭৯ – টেমু টাইনিও, তিনি ফিনিশ ফুটবলার।
১৯৬৭ – শান্তনু ঘোষ, বিশিষ্ট থিয়েটার পরিচালক ও নাট্যকার।
১৯৬৭ – সঞ্জনা কাপুর, ভারতীয় নাট্য ব্যক্তিত্ব এবং ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী এবং শশী কাপুরের কন্যা।
১৯৭৩ – সত্যেন্দ্র দুবে, বিশিষ্ট ইঞ্জিনিয়ার ও সরকারি আধিকারিক যিনি দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের হাতে নিহত হন।
১৯৮৬ – সুরেশ কুমার রায়না, তিনি ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু
১৮৫২ – অগাস্টা অ্যাডা, কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।
১৯৪০ – নিকলাএ ইওরগা, তিনি ছিলেন রোমানিয়ান ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও ৩৪ তম প্রধানমন্ত্রী।
১৯৭১ – হারুনুর রশীদ (বীর প্রতীক), বাংলাদেশী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
১৯৭৭ – ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক ছাত্রনেতা আতাউর রহমান।(জ.১৯১৯)
১৯৮৪ – অসিতবরণ মুখোপাধ্যায়, বাঙালি অভিনেতা এবং গায়ক।(জ.১৯/১১/১৯১৩)
১৯৯০ -শহীদ ডা. মিলন, প্রতিবাদী ব্যক্তিত্ব, বাংলাদেশ
১৯৯৮ – গবেষক ও লেখক নরেন বিশ্বাস ।
২০০৮ – বিশ্বনাথ প্রতাপ সিং, ভারতীয় রাজনীতিবিদ ও অষ্টম প্রধানমন্ত্রী। (জ.২৫/০৬/১৯৩১)
২০১৪ – ফিলিপ হিউজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০২০ – আলী যাকের, বাংলাদেশি অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট।

ছুটি ও অন্যান্য
শহীদ ডা. মিলন দিবস,বাংলাদেশ

Related posts

Leave a Comment