27 C
Kolkata
August 1, 2025
Featured বিদেশ

ইতালিতে ভয়াবহ নৌকাডুবি, মৃত ৫৯ শরণার্থী

ক্রম্পটন: গতকাল ইতালিতে ভয়াবহ নৌরাডুবির ঘটনা ঘটেছে দক্ষিণ উপকূলের ক্যালাব্রিয়া সৈকত সংলগ্ন সমুদ্রে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রথমে নিয়ন্ত্রণ হারায় নৌকাটি। এরপর একটি পাথরে ধাক্কা মারে ও সমুদ্রে ডুবে যায়। তুরস্ক থেকে যাত্রা শুরু করা নৌকাটিতে সবাই শরণার্থী ছিল বলে জানা গিয়েছে। তাঁরা আফ্রিকা থেকে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৫৯ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ৮১ জন ব্যক্তি নিরাপদে উপকূলে আসতে সমর্থ হয়েছেন। এই শরণার্থীদের মধ্যে অনেকেই আফগানিস্তান, পাকিস্তান ও সোমালিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, ওই নৌকাটিতে পাকিস্তানের প্রায় ২৪ জন যাত্রী ছিলেন। এখনও বহু মানুষ নিখোঁজ থাকলেও ঠিক কতজন নিখোঁজ, তা স্পষ্টভাবে জানা যায় নি। তবে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন, নৌকাটিতে আনুমানিক ১৫০ থেকে ২০০ জনের মতো যাত্রী ছিলেন।

ক্যালাব্রিয়ার ক্যাতানজারো প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, নৌকা বিধ্বস্তের ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৮১ জনকে। উদ্ধার হওয়া ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও পিয়ানতেদোসি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এখনও নৌকার ২০ থেকে ৩০ যাত্রী নিখোঁজ থাকতে পারেন।

প্রসঙ্গত আফ্রিকা থেকে শরণার্থীরা সমুদ্রপথে প্রায়শই ইতালির ক্যালাব্রিয়া সৈকতে আসেন। এই সৈকতটি ক্রম্পটন শহরের নিকটে অবস্থিত। নিরাপদ আশ্রয় পেতে তাঁরা এখানে আসেন বলে জানা গিয়েছে। এই নৌকাডুবির ঘটনায় ইউরোপ ও ইতালিতে অভিবাসন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি অভিবাসী উদ্ধারকারী সংস্থাগুলোর ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে ইতালিতে নির্বাচিত ডানপন্থী সরকার। যার সমালোচনা করেছে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা।

Related posts

Leave a Comment