সুমন মল্লিক, সংবাদ কলকাতা: প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আদালতে ১৫০ পাতার সাপ্লিমেন্টারী চার্জশিট জমা করল ইডি। এই চার্জশিটে নাম রয়েছে তাঁর স্ত্রী-পুত্র সহ দুটি সংস্থার।
প্রসঙ্গত উল্লেখ্য, আগের চার্জশিটে তাঁর স্ত্রী ও পুত্রের নাম ছিল না। চার্জশিট জমা দেওয়ার পর তিনি আদালত থেকে বেরিয়ে কাতর আবেদন জানান যে, আমাকে মেরে ফেলা হোক, কিন্তু আমার স্ত্রী পুত্রকে যেন এই বিষয়ে কোনওভাবে না জড়ানো হয়।
জানা গেছে, তাঁর গ্রেপ্তারের পরেই ইডি অফিসাররা তদন্ত করতে গিয়ে জানতে পারেন, তাঁর পুত্রের একাউন্টেও প্রায় আড়াই কোটি টাকা আছে। সেই টাকার উৎস সম্পর্কে তদন্ত করতে গিয়ে চার্জশিটে তাঁর স্ত্রী ও পুত্রের নাম উঠে আসে। পাশাপাশি, আরও ছয় জনের নামে চার্জশিট জমা করেছে ইডি অফিসাররা।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। আগামী বৃহস্পতিবার ৬০ দিন পূর্ণ হবে। তার আগেই সম্পূর্ণ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করল ইডি।