23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

ইডি দপ্তরে হাজিরা দিলেন অয়ন শীলের কোম্পানির হিসাব রক্ষক

সংবাদ কলকাতা, ৩১ আগস্ট: আজ, বৃহস্পতিবার দুপুর বারোটার সময় সল্টলেক cgo কমপ্লেক্সে ইডি-র দপ্তরে abs infozon প্রাইভেট লিমিটেড কোম্পানির হিসাব রক্ষক একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দিয়েছেন। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন অয়ন শীল। তাঁরই কোম্পানি এই abs infozon প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির মাধ্যমেই পৌরসভায় নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন তিনি।

সূত্র মারফত খবর, কোন কোন সালে কোন কোন পৌরসভার জন্য তাঁরা কাজ করেছেন? এই পরীক্ষা নেওয়ার মাধ্যমে কাদের কাদের চাকরি হয়েছে? কোনও রকমের আর্থিক লেনদেন হয়েছে কিনা! সেই সব বিষয়েই জিজ্ঞাসা করা হবে তাঁকে।

Related posts

Leave a Comment