31 C
Kolkata
April 13, 2025
কলকাতা রাজ্য

MENOKA MIDNIGHT: ইডির ভুলে মাঝরাতে সিজিও কমপ্লেক্সে মেনকা, ফের নোটিস

সুভাষ পাল, সংবাদ কলকাতা: নোটিসে সময়ের ভুল। দুপুর সাড়ে ১২টার বদলে রাত সাড়ে ১২টা। এর ফলে ঘটে বিভ্রান্তি। গতকাল রাতে ইডির দপ্তরে হাজির হন অভিষেক ব্যানার্জির শ্যালিকা মেনকা গম্ভীর। আজ ফের সেই সময়ের সংশোধন করে দুপুর সাড়ে ১২টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। যদিও আজ দুপুরেও সময়মতো ইডি দপ্তরে হাজির হয়েছেন মেনকা। চলছে জিজ্ঞাসাবাদ।
উল্লেখ্য, গত শনিবার কলকাতা বিমান বন্দরের অভিবাসন দপ্তরে আটকানো হয় মেনকাকে। ব্যাংককে যেতে বাধা দেয় ইডি। খবর দেওয়া হয় ইডির দিল্লির দপ্তরে। দিল্লির দপ্তর থেকে ফোন যায় কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে। সেখান থেকে কলকাতা বিমান বন্দরে আসেন একজন আধিকারিক। সোমবার তাঁকে হাজির হওয়ার জন্য নোটিস ধরানো হয়। কিন্তু, সেই নোটিসে ছিল একটি বড় ভুল। তড়িঘড়ি মেনকাকে নোটিস ধরাতে গিয়ে সোমবার দুপুর ১২টা ৩০-র বদলে রাত ১২টা ৩০ হয়ে যায়। অর্থাৎ PM-এর জায়গায় AM হয়ে যায়। আর এতেই ঘটে বিভ্রান্তি। ভুল ছিল ইডির। কিন্তু, নিয়ম মেনে গতকাল মাঝরাতে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডির দপ্তরে হাজির হয়ে যান মেনকা। নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগেই ১২টা ২০ মিনিটে ইডি দপ্তরে পৌঁছে যান তিনি। কিন্তু, কোথায় কী? কাউকেই দেখা পাওয়া যায় নি। দপ্তর বন্ধ। অগত্যা ২০ মিনিট অপেক্ষা করে আইনজীবীকে নিয়ে ফিরে আসেন মেনকা। আজ সকালে সেই AM সংশোধন করে PM করে ফের নোটিস দেওয়া হয়েছে মেনকাকে।

Related posts

Leave a Comment