এবার নিয়োগ দূর্নীতি কান্ডে ইডির আতস কাচের নীচে বিকাশ ভবনের প্রায় আটজন সরকারি কর্মী। যাদের অ্যাকাউন্টে ঢুকেছে কোটি কোটি টাকা। কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের পর এমনই বিস্ফোরক অভিযোগ করে ইডির তরফে জানানো হয়েছে বিকাশ ভবন প্রকৃতপক্ষে একটি ঘুঘুর বাসা হয়ে উঠেছে এই সরকারের সময়কালে।
কুন্তল ঘোষের স্বীকারোক্তি অনুসারে, তিনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরদের প্রায় সাড়ে দশ কোটি টাকা দিয়েছেন।