28 C
Kolkata
April 6, 2025
রাজ্য

ইডির অভিযানে এবার রেশনের দুর্নীতি

সংবাদ কলকাতা: এবার রেশনেও দুর্নীতি। ৫৪ ঘণ্টার অভিযান শেষে ইডির হাতে আটক বাকিবুর রহমান। তাঁকে নিয়ে আসা হয়েছে ED দফতর সল্টলেক-এর CGO COMPLEX-এ। গত দুই দিন ধরে কৈখালিতে বাকিবুরের অভিজাত আবাসনে তল্লাশি চালায় ইডি। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। কৈখালি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। বাকিবুর একজন ব্যবসায়ী।

উল্লেখ্য, পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি নদীয়ার একাধিক চাল কলে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখানে বাকিবুরের চাল কলের খোঁজ মেলে। মেলে আটাকলের খোঁজও। এরপরই বাকিবুরের বাগুইআটি, কৈখালির আবাসনে হানা দেয় ইডি। ম্যারাথন তল্লাশি শুরু করেন তাঁরা। তল্লাশি শেষে তাঁকে আটক করে ইডি। বর্তমানে তাঁকে ইডির কলকাতার দফতর সল্টলেকের CGO COMPLEX-এ নিয়ে আসা হয়েছে।

Related posts

Leave a Comment