November 1, 2025
দেশ

ইউক্রেন সমস্যার সমাধানে মোদীর দ্বারস্থ পুতিন

নতুন দিল্লি: এ যেন উলোট পুরাণ। ইউক্রেন নিয়ে রাশিয়ার এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। দ্রুত এই সমস্যা মেটাতে চাইছে মস্কো। সেজন্য এই সমস্যার সমাধানে এবার মোদীর সাহায্য চাইলেন পুতিন। রণে ভঙ্গ দিতে ভারতের সহযোগিতা চাইলেন রুশ প্রেসিডেন্ট। এবিষয়ে গতকাল সন্ধ্যায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ক্রেমলিনে বৈঠকও করেন তিনি। সেখানে ইউক্রেন নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাঁদের। পুতিন বলেন, “আমি জানি, ইউক্রেন সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোদী। এব্যাপারে তাঁকে অনেকবার ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। আগামী দিনে আরও তথ্য দেব আমরা।”

আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্য কামনা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, বুধবার মস্কোয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাতে ‘বন্ধু’ মোদিকে রাশিয়া আসার আমন্ত্রণও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

আমেরিকা ও রাশিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখতে জটিল ট্রাপিজের খেলা খেলতে হচ্ছে ভারতকে। ইউক্রেন যুদ্ধ সেই পরিস্থিতিকে আরও ঘোরাল করে তুলেছে। কারণ, আমেরিকার দাবি মেনে মস্কোকে আগ্রাসী তকমা দিলে আড়ালে হাসবে চিন। সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়ার উপর প্রভাব আরও বাড়িয়ে তুলবে বেজিং। যা দিল্লির পক্ষে খুব একটা স্বতিদায়ক হবে না।

Related posts

Leave a Comment