25 C
Kolkata
November 2, 2025
বিদেশ

ইউক্রেনের হাড় হিম করা ঠান্ডায় বেশ কাবু রুশ সেনারা

কিভ: প্রচন্ড ঠান্ডায় রুশ সেনা। এমনিতেই ইউক্রেনে এখন ভয়ানক ঠান্ডা চলছে। সেখানে ঠান্ডায় একেবারে কাবু হয়ে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। তার ওপর খাদ্য ও পানীয়ের অভাব দেখা দিয়েছে। দেওয়ালে পিঠ ঠেকার মত অবস্থা হয়ে গিয়েছে রাশিয়ার সেনাদের। এরকম পরিস্থিতিতে তাঁরা যুদ্ধ চালিয়ে যেতে রাজি হচ্ছেন না। সবচেয়ে খারাপ অবস্থা ডোনেৎস্ক অঞ্চলে নিযুক্ত থাকা রাশিয়ান সেনাদের।

সেখানে রীতিমত শৈত্য প্রবাহ চলছে। হাড় হিম করা ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন তাঁরা। সূত্রের খবর, তাঁরা তাঁদের পরিবারের সদস্যদের ফোন করে জানিয়েছেন, তাঁরা আর যুদ্ধ করতে চাইছেন না। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অগ্রাসী মনোভাব, অপরদিকে ইউক্রেনের ভয়াবহ ঠান্ডা, কী করবেন দিশা পাচ্ছে না রাশিয়ার সেনাবাহিনী। রীতিমতো কূলকিনারা করতে পারছেন না তাঁরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দশ মাস অতিক্রান্ত হতে চলেছে। কিন্তু, আগে কখনও এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি রুশ সেনাদের।

Related posts

Leave a Comment