সংবাদ কলকাতা, ১০ নভেম্বর: টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বে ধরাশায়ী ভারত। ইংল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারত। ফাইনালে উঠল ইংল্যান্ড ও পাকিস্তান। নিজের আবেগ চেপে রাখতে পারলেন না রোহিত শর্মা। কাঁদতে কাঁদতে ড্রেসিং রুম ছাড়লেন তিনি।
তবে ভারতের পরাজয়ের বেশ কয়েকটি কারণ সামনে এসেছে। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গোটা বিশ্বকাপে ব্যাটিংয়ের ফর্মে ছিলেন না রোহিত। একটি মাত্র হাফ সেঞ্চুরি ছাড়া সেরকম রান নেই তাঁর ব্যাটে। সেমি ফাইনালেও খেলেন একেবারে মন্থর ইনিংস।
রোহিতের ওপেনিং পার্টনার রাহুলকে নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। দুর্বল জিম্বাবোয়ে ও নেদারল্যান্ড ছাড়া পুরোপুরি ব্যর্থ রাহুল। সেমিফাইনালেও তাঁর ব্যাট জ্বলে উঠল না।
অ্যাডিলেটেড ব্যাটিং উইকেটে অন্ততপক্ষে ১৮০ রান করা উচিত ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। সেখানে ভারতীয় ইনিংস শেষ হল ১৬৮ রানে।
এত কম রান নিয়ে অ্যাডিলেডে ম্যাচ জেতা সম্ভব নয়। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে একেবারে দিশাহারা দেখিয়েছে ভারতীয় বোলিং লাইন আপ-কে। অফ ফর্মে থাকা কার্তিককে একাধিকবার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পন্থকে সেইভাবে সুযোগ দেওয়া হয়নি। কোচ রাহুলের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
previous post