সংকল্প দে, মালদা: আগুনে পুড়ে ছাই পূজা মন্ডপ। মালদার ইংরেজ বাজার শহরের রবীন্দ্রভবন এলাকার ঘটনা। আমরা সবাই ক্লাবের পুজো মন্ডপ। মন্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত পুজো মন্ডপ। ঘটনাস্থলে দমকল সহ জেলা পুলিশ সুপার ও ইংরেজ বাজার থানার আইসি। যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। পঞ্চমীর সন্ধ্যাবেলা মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবন এলাকার আমরা সবাই ক্লাবে এই ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রতিমা সহ প্যান্ডেল। ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ সহ দমকল কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যে ছটা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে এই আগুন লেগেছে সে বিষয়ে খতিয়ে দেখছে ইংরেজ বাজার থানার পুলিশ।