27 C
Kolkata
August 1, 2025
রাজ্য

আয়কর দপ্তরের ভুয়ো আধিকারিক সেজে লক্ষ লক্ষ টাকা ডাকাতি, মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার ১

ডেবরা: এবার লক্ষ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়। আয়কর দফতরের ভুয়ো আধিকারিক সেজে ভিন রাজ্যের এক যুবক লক্ষ লক্ষ টাকার জালিয়াতি করল।
সূত্রের খবর, কার্তিক পাত্র নামে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বালিচক এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার হওয়া কয়েক লক্ষ টাকা এবং সোনার গহনা নিয়ে চম্পট দিল কয়েকজন ব্যক্তি।

ঘটনাটি ঘটেছিল গত বছর মার্চ মাসে। অবশেষে তদন্তে নেমে ভিন্ন রাজ্য থেকে ঘটনার প্রধান পান্ডাকে গ্রেফতার করল ডেবরা থানার পুলিশ। শরৎ পান্ডে নামে ঐ ব্যক্তিকে মধ্যপ্রদেশের রিওয়া জেলার গুড় থানার বাগমড়ার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। টিআই প্যারেডের জন্য তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে।

Related posts

Leave a Comment