সংবাদ কলকাতা: ছাত্র পড়াশোনা করছে না। অভিভাবককে ডেকে তাই নালিশ জানিয়েছেন ইতিহাসের শিক্ষিকা। আর তারই মাশুল দিতে হল পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই শিক্ষিকাকে। স্কুল চত্বরে একদল ছাত্রের হাতে অসম্মানিত হয় ওই শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে আসামের ডিব্রুগড় জেলার জওহর নভোদয় বিদ্যালয়ে।
previous post