April 13, 2025
দেশ

আসানসোল নার্সিংহোমে অপারেশন করতে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এক নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার হিলভিউ এলাকায়। মৃতের নাম মনোজ কুমার রায়। আসানসোল ডিভিশনের রেলের টিকিট পরীক্ষক।পরিবারের তরফে জানানো হয়েছে মনোজ কুমার রায়কে এপেনডিস্ক অস্ত্রোপচারের জন্য নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। অপারেশন করার সময় তার মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। এরপর উত্তেজিত জনতা নার্সিংহোমের ব্যাপক ভাঙচুর চালায়।নার্সিংহোমে থাকা গাড়িতেও ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related posts

Leave a Comment