22 C
Kolkata
December 25, 2024
দেশ

আসানসোলে শিল্পাঞ্চলে রাজনৈতিক বিতর্ক

কংগ্রেসের কুলটি ব্লক সভাপতি সুকান্ত দাসের সামাজিক মাধ‍্যমের একটি পোষ্ট ঘিরে আসানসোল শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক!! উল্লেখ‍্য ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা না হলেও রাজ‍্যের দুই প্রধান শাসক ও বিরোধী দল বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। সেই মতো আসানসোল লোকসভা কেন্দ্রে ইতিমধ‍্যে তৃণমূল ও বিজেপি তাদের নিজ নিজ প্রার্থীনাম তালিকা ঘোষণা করেছে!! তবে দুজনেই কেও এই রাজ‍্যের বাসিন্দা নয়!! পার্শ্ববর্তী রাজ‍্য থেকে আগত বিহারীবাবু হিসাবে ও চলচিত্র অভিনেতা হিসাবে খ‍্যাত এবং আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা হয়েছেন তৃণমূল প্রার্থী!! অন‍্যদিকে বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভোজপুরি সংগীতের জগতের অন‍্যতম শিল্পী বিহারের বাসিন্দা গায়ক পবন কুমার সিং!! আর এই নিয়ে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতির সোস‍্যাল মিডিয়ায়!! তিনি লিখেছেন ‘আসানসোলের কি কোনো যোগ‍্যতাই নেই যে বাইরের থেকে সবাই প্রার্থী নিয়ে আসছে!! তবে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুলটির বিজেপি নেতা টিঙ্কু ভার্মা বলেন কংগ্রেস ডুবন্ত জাহাজ!!তাদের দলের কর্মী সমর্থকরা কোনো বিষয় ও স্থানীয় সমস‍্যাকে তুলে ধরে বেচেঁ থাকতে চাইছেন!!লোকসভা নির্বাচন কোনো স্থানীয় নির্বাচন নয়!!এলাকার উন্নয়নের স্বার্থেই শিল্পাঞ্চলের মত বহুভাষিক জায়গায় এই প্রার্থী নির্বাচন করা হয়েছে!!অন‍্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া তৃণমূলের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন দেশের সংবিধান অনুসারে যে যার কথা বলতেই পারে!!তবে কংগ্রেস যে তৃণমূলের সমালোচনা করছে, তাদের প্রার্থী সোনিয়া জী, রাহুল গান্ধী কোথা থেকে দাঁড়ায়? একই সাথে তিনি বলেন, এলাকার সর্বতো উন্নয়ণ প্রধান লক্ষ‍্য!!সেই বিষয়কে গুরুত্ব দিয়ে দল তার প্রার্থী নির্বাচন করেছে!!

Related posts

Leave a Comment