23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

আসানসোলে জমি মাফিয়ার দাপট, দিনে দুপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

সংকল্প দে, আসানসোল: আসানসোলে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। গাড়ির মধ্যে থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তিনি। সোমবার দিনে দুপুরে এই ঘটনাটি ঘটেছে এখানকার উত্তর থানার চন্দ্রচূড় মন্দির সংলগ্ন দুনম্বর জাতীয় সড়কের ওপর। এক হোটেলের সামনে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এদিন সকালে চন্দ্রচূড় রঘুনাথবাটির বাসিন্দা টোল প্লাজা সংরক্ষণের ব্যবসায়ী তথা এলাকার সমাজসেবী দীনেশ গড়াইয়ের গাড়িকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালাই দুষ্কৃতীরা।

তবে গুলিতে কেউ জখম হননি। একটি গুলি লাগে ব্যবসায়ীর ফরচুনার গাড়িতে। ব্যবসায়ী দীনেশ গড়াই জানান, তিনি হোটেলে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। তখনই কয়েকজন দুষ্কৃতী মোটর সাইকেলে চেপে আসে। তাঁর গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। তিন-চার রাউন্ড গুলি চালায়। তবে তার গাড়িতে একটি গুলি লাগে। তিনি কোনওরকমে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি আরও বলেন, কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই। তবে কী কারণে তাঁর ওপরে গুলি চালানো হল, তাঁর কাছেও ধোঁয়াশা রয়েছে। এলাকার স্থানীয় কাউন্সিলার অর্জুন মাজি জানান, জমি মাফিয়াদের দ্বারা এই গুলি চালানো হয়েছে বলে দাবি করেন। কারণ, জমি মাফিয়ারা অবৈধভাবে জমি দখল করতে চাইছে। ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Related posts

Leave a Comment