19 C
Kolkata
December 23, 2024
সাহিত্য

“আসন্ন দুর্গোৎসব”

অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ

মাকে ভাবি দশভূজা শিব যেন বাবা,
লক্ষ্মী সরস্বতী বোন সুকন্যা অথবা,
কার্তিক গণেশ পুত্র ভাইসম কিংবা,
মহিষ রূপে অসুর ক্ষমাদৃষ্টি শোভা।

সংসারের বোঝা নিয়ে বাবা হরিদাস,
মা যেন দাসী চাকর খাটে বারোমাস,
রোগ শোক ভুলে থেকে জোগায় নিঃশ্বাস,
গালমন্দ খায় তবু বাঁচার আশ্বাস।

সবার মনোরঞ্জনে চোখে নাই ঘুম,
হাড়ভাঙ্গা পরিশ্রমে সংসারের ধূম,
জল খেয়ে পেটপুরে শয়ন নিঝুম,
সবার সুখে সুখী তারা হাসিমুখে চুম।

কষ্টার্জিত পয়সার নয় অপচয়,
বাজিফটকা ধনীর টাকা নয়ছয়।

Related posts

Leave a Comment