Mark Zuckerberg, সংবাদ কলকাতা: তৃতীয় সন্তান জন্মানোর আগেই ভ্রূণ নির্ধারণ। সোশ্যাল মিডিয়ায় সমালোচোনার ঝড় বয়ে যাচ্ছে মার্ক জুকেরবার্গকে (Mark Zuckerberg) নিয়ে। জানা গিয়েছে, তিনি অতি সম্প্রতি ফেবুকের(Facebook) প্রতিষ্ঠাতা ইনস্টাগ্রামে(Instagram) পোস্ট করেছেন তিনি ও তাঁর স্ত্রী Priscilla Chan তৃতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন। সেজন্য তাঁর স্ত্রীর(Priscilla Chan) সঙ্গে একটি যৌথ ছবি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘অনেক ভালবাসা এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্স ও অগস্ট আগামী বছর তাদের ছোট্ট বোনকে পেতে চলেছে।’ আর এই খবর চাউর হতেই অনেকে শুভ কামনা জানিয়েছেন। তবে ভবিষ্যৎ সন্তানের সুস্থতার পাশাপাশি অনেকে সমালোচনাও করেছেন। অনেকে প্রশ্ন করেছেন, যে সন্তান ভূমিষ্ট হয়নি, সেটা যে মেয়েই হবে এটা আগে থেকে জুকেরবার্গ জানলেন কিভাবে? নিশ্চয় তিনি ভ্রুণ পরীক্ষা করিয়েছেন। এই নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা।
যদিও জুকেরবার্গের কাছে ছেলে ও মেয়ে দুটোই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু, তা সত্ত্বেও অনেকে জুকেরবার্গের সামাজিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ এখনও বর্তমান বিশ্ব ভ্রূণ হত্যার মতো অপরাধ থেকে মুক্ত নয়। তিনি যদি এটা করে থাকেন, তাহলে তাঁর থেকে অনুপ্রাণিত হতে পারেন অনেকে। ভ্রুণ নির্ধারণের সাহস পাবে।
উল্লেখ্য, জুকেরবার্গের বর্তমানে দুই সন্তান রয়েছে। তাদের একটির নাম ম্যাক্সিমা চ্যান জুকেরবার্গ ও অগস্ট চ্যান জুকেরবার্গ। নতুন সন্তানের খবর জানাতে জুকেরবার্গ সম্প্রতি ইনস্টাগ্রামে লেখেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে তাঁদের পরিবারে আসতে চলেছে ম্যাক্সিমা ও অগস্টের ছোট বোন। আর এটা নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়।