রাজ্যআলুর বাজার অত্যন্ত মূল্য বৃদ্ধির কারণে, ঘুরে দেখা হল কোল্ড স্টোরেজও by aparnapalsenJuly 25, 2024July 25, 20240156 Share0 মহকুমা শাসক, এসডিপিও সহ প্রশাসনের অফিসারেরা পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে আলুর বাজারে নজরদারি চালাতে ঘুরে দেখছেন। এমনকি অতিরিক্ত মাত্রায় আলুর দাম বৃদ্ধি পাওয়ায় তাঁরা ঘুরে দেখতে ভুললেন না কোল্ড স্টোরেজও।